• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন

প্রকাশিত: ২২:৩১, ১৭ আগস্ট ২০২৫

আপডেট: ২২:৩২, ১৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন

ছবি: সংগৃহীত

ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

রবিবার (১৭ আগস্ট) বেলা ১২টা থেকে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের গেটের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আমরণ অনশনে বসেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই বিপ্লবের পরেও বেরোবিতে এখনও ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি। দফায় দফায় আবেদন এবং আন্দোলন করেও এ বিষয়ে প্রশাসনের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। সে কারণেই আমরণ অনশনে বসেছেন তারা।

তাদের যুক্তি, লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা এবং ছাত্রদের ন্যায্য দাবি প্রপার চ্যানেলে প্রশাসনের কাছে উপস্থাপন করার একমাত্র মাধ্যম হলো নির্বাচিত ছাত্র প্রতিনিধি। তবে, অজ্ঞাত কারণে বর্তমান প্রশাসন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে না; যা শহীদ আবু সাঈদের আত্মদানের উল্টো প্রতিচ্ছবি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকত আলী জানান, ছাত্র সংসদ আইনটি বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করার জন্য সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠানো হয়েছে। এখন এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয় না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনের বিষয়। খুব শীঘ্রই সেটাই হবে। তবে বলা যাচ্ছে না দিনক্ষণ ।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2