উত্তাল বাকৃবি, ভিসিসহ আড়াই শতাধিক শিক্ষক অবরুদ্ধ, বহিরাগত-শিক্ষার্থী সংঘর্ষ

ছবি: সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ভিসিসহ আড়াই শতাধিক শিক্ষককে দুপুর থেকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রায় এক মাস ধরে চলমান আন্দোলনের জেরে এমন কঠোর কর্মসুচী গ্রহণ করে তারা।
রবিবার (৩১ আগস্ট) বিকালে একাডেমিক কাউন্সিলের সভায় এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসিসহ আড়াই শতাধিক শিক্ষককে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অবরুদ্ধ করে মিলনায়তনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এরপর রাত আটটার দিকে কতিপয় বহিরাগত আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে মিলনায়তনের তালা ভেঙে ভিসিসহ শিক্ষকদের বের করে নিয়েছেন।
এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিনত হয়। দুইপক্ষের সংঘর্ষে এবং রাতের অন্ধকারে ছুটোছুটি করতে গিয়ে দুই সাংবাদিক ও এক নারী শিক্ষার্থীসহ আহত হন বেশ কয়েকজন। এসময় আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা নীরব ভূমিকা পালন করে।
এদিকে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের জব্বরের মোড়ে অবস্থান নেন। এ সময় তারা মশাল জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। পরে তারা ভিসির বাসা, প্রক্টর অফিস ও শিক্ষক ক্যাফেটেরিয়ায় ভাঙচুর চালিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আসাদুজ্জামান সরকার জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কম্বাইন্ড ডিগ্রি চালুর সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে ডিন কাউন্সিলের আহ্বায়ককে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে কম্বাইন্ড কোর্সের জন্য নতুন কারিকুলাম তৈরি করবেন। মেকআপ কোর্সের কারিকুলামও প্রস্তুত করা হবে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা তিনটি ডিগ্রি বহাল রাখার সিদ্ধান্ত মানতে রাজি নন। তারা এক পেশায় এক ডিগ্রির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
বিভি/এসজি
মন্তব্য করুন: