অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাকৃবি, সোমবারের মধ্যে হল ছাড়ার নির্দেশ
অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আগামীকাল সোমবারে মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলার দায়িত্ব ন্যস্ত করা হয় স্থানীয় প্রশাসনের ওপর।
রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টায় বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার এ তথ্য জানান।
এর আগে রবিবার সকাল ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়াও আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে সব ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: