• NEWS PORTAL

  • বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চবিতে সংঘর্ষ: মামলায় অজ্ঞাত আসামি ১০০০, লুটের অস্ত্র উদ্ধারে আল্টিমেটাম

প্রকাশিত: ১৭:১২, ২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:১৩, ২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চবিতে সংঘর্ষ: মামলায় অজ্ঞাত আসামি ১০০০, লুটের অস্ত্র উদ্ধারে আল্টিমেটাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ৯৫ জনের নাম উল্লেখসহ ১০০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে প্রশাসন। একইসাথে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতর থেকে লুট হওয়া দেশীয় অস্ত্র ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত দিতে বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। 

স্থানীয় গ্রামবাসী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মামলাটি দায়েরের কথা বলেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান বাদী হয়ে ৯৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছে। এ মামলায় ৮০০ থেকে ১০০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতর থেকে অস্ত্র লুট হাওয়ার ঘটনায় আরও একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

এদিকে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতর থেকে লুট হওয়া দেশীয় অস্ত্র ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত দিতে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

জানা যায়, সংঘর্ষের পর আজ মঙ্গলবারও ১৪৪ ধারা জারি ছিল বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায়। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কম। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে এক ছাত্রীকে ভাড়া বাসায় মারধরের ঘটনায় শনিবার ও রবিবার শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রভিসি, প্রক্টরসহ কয়েকশ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলেছেন চিকিৎসকরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2