পুকুর সংস্কার করলো বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদল এক ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী ক্যাম্পাসের সামনের দীর্ঘদিন অবহেলিত মজা পুকুর সংস্কার করে তারা।
দীর্ঘ সময় ধরে কচুরিপানায় ঢেকে পড়া পুকুরটি শুধু ব্যবহার অযোগ্যই হয়ে পড়েনি, বরং বিভিন্ন বিষাক্ত প্রাণীর আশ্রয়স্থলেও পরিণত হয়েছিল। সংস্কারের ফলে এ জলাধার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে, যা শিক্ষার্থীসহ স্থানীয়দের জন্যও স্বস্তি বয়ে আনবে।
শাখা ছাত্রদলের সাবেক সদস্য মোশাররফ হোসেন বলেন, “এ উদ্যোগ আমাদের ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার প্রতীক। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—দেশ ও মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে ছাত্রদল সব সময় কাজ করে যাবে।”
সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সিহাবের মতে, “এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার পদক্ষেপ নয়; এটি আমাদের দায়িত্বশীলতা ও সচেতনতার বহিঃপ্রকাশ। রাজনৈতিক কর্মকাণ্ডও যে সমাজসেবার হাতিয়ার হতে পারে, আজকের কর্মসূচি তা প্রমাণ করেছে।”
এছাড়া সাবেক সহ-সমাজসেবা সম্পাদক ইনজামুল শাওন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র দল বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি পুকুর পরিষ্কারের উদ্যেগ গ্রহন করে। ইতিবাচক কাজের মধ্যদিয়ে ববি ছাত্রদল ক্যাস্পাসে তাদের কর্যক্রম পরিচালনা করবে৷ ভবিষ্যতে ইতিবাচক কাজের ধারা ববি ছাত্রদল অব্যহত রাখবে।
পুকুর সংস্কারের পর বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। উপস্থিত নেতাকর্মীরা জানান, এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরো সুন্দর, সবুজ ও পরিবেশবান্ধব রাখা সম্ভব হবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: