• NEWS PORTAL

  • বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ডাকসু নিয়ে রিটকারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি, ২ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি

প্রকাশিত: ১৯:৪২, ২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:০৩, ২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ডাকসু নিয়ে রিটকারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি, ২ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে রিটকারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় ২ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির আহবায়ক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক ও সদস্য জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ-এর প্রার্থীতা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রিটকারী শিক্ষার্থী বি এম ফাহমিদা আলমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণধর্ষণের হুমকি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আলী হোসেন।

উল্লেখিত ঘটনার সত্যতা উদ্‌ঘাটন করার জন্য ডাকসুর আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের পক্ষ থেকে দুই সদস্যবিশিষ্ট নিম্নোক্ত তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হলো। কমিটির আহবায়ক হলেন- অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢা.বি. এবং রিটার্নিং অফিসার, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ এবং সদস্য হলে জাহাঙ্গীর আলম, সহকারী প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সদস্য, ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স।

উক্ত তথ্যানুসন্ধান কমিটিকে সুষ্ঠুভাবে তদন্ত করে আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন জমাদানের জন্য অনুরোধ করা হলো।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2