আবেদন প্রত্যাহারকৃত শিক্ষার্থীদের টাকা ফেরত দিচ্ছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়

রাজধানীর সরকারি সাত কলেজে ভর্তির জন্য আবেদন প্রত্যাহারকৃত শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসন। ২০২৪-২৫ সেশনের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে।
বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স ভর্তির জন্য আবেদন করে পরবর্তীতে আবেদন প্রত্যাহার করেছে তাদের টাকা ফেরতের প্রক্রিয়া ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা হবে এবং আবেদনের জমাকৃত আটশত টাকা ফেরত প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয়টির অন্তর্বর্তী প্রশাসন সূত্রে জানা যায়, সকল বিভাগের মোট ২৭৬০ জন শিক্ষার্থী ভর্তি বাতিল ও রিফান্ড চেয়ে অনলাইনে আবেদন করেছে। আজ ৯ সেপ্টেম্বর থেকে আগামী সাত দিন ভর্তি আবেদন বাতিলকৃত শিক্ষার্থীদের রিফান্ড (টাকা ফেরত) পূর্ণাঙ্গ আবেদন ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হবে। পরবর্তী সাত দিনের মধ্যে অনলাইন পেমেন্টের মাধ্যমে টাকা ফেরত পাঠানো হবে।
এর আগে, গত ৬ জানুয়ারি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের স্নাতক প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করলে তা প্রত্যাখান করে শিক্ষার্থীরা। পরবর্তীতে আন্দোলনের মুখে ভর্তি আবেদন প্রক্রিয়া স্থগিত করে ঢাবি কর্তৃপক্ষ। এতে অনিশ্চয়তায় পড়ে সাত কলেজে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীরা। তবে সাত কলেজকে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সংযুক্ত করার পরে অশ্চিয়তা কাটাতে কাজ করছে অন্তর্বর্তী প্রশাসন।
উল্লেখ্য, সরকারি সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
বিভি/এজেড
মন্তব্য করুন: