• NEWS PORTAL

  • বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুতে কত শতাংশ ভোট কাস্ট হলো?

প্রকাশিত: ১৭:১৬, ৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ডাকসুতে কত শতাংশ ভোট কাস্ট হলো?

জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে ভোট গণনা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানা গেছে। ভোটগ্রহণ শেষ হওয়ার আধা ঘণ্টা আগে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮টি কেন্দ্রে গড়ে ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী এসব তথ্য জানান।

গোলাম রাব্বানী বলেন, ‘সব কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আমার সিনেট কেন্দ্রে ইতোমধ্যে ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। অন্যান্য কেন্দ্রগুলোর যে খবর সেখানেও এমন তথ্য পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘কোনো কেন্দ্রে অভিযোগ পেলে প্রয়োজনে তারা সিসিটিভি ফুটেজ দেখবেন। কেউ ভুয়া অভিযোগ দিয়ে পার পাবে না। যথেষ্ট সিসিটিভি ক্যামেরা রয়েছে।’

উদয়ন কেন্দ্রে ৪টি হলের মধ্যে সূর্যসেন হলে ১৪৯৮টি ভোটের মধ্যে পড়েছে ১৩১৬টি। জসিমউদদীন হলে ১৩০৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১০১৭টি। জিয়া হলে ১৭৫৩ ভোটের মধ্যে ১৩১৫টি ভোট কাস্ট হয়েছে। শেখ মুজিব হলে ভোটারের সংখ্যা ১৬০৯। ওই হলে ভোট দিয়েছেন ১৩৯৩জন।

শা‌রিরীক শিক্ষা‌ কে‌ন্দ্রে তিন‌টি বু‌থের ম‌ধ্যে জগন্নাথ হলে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২২২ জন। কাস্ট হ‌য়ে‌ছে ১ হাজার ৮৩১‌টি অর্থাৎ ৮৩ শতাংশ। অনুপ‌স্থিত ছি‌লেন ৩৯১ জন।সা‌র্জেন্ট জহুরুল হক হলের মোট ভোটার ১ হাজার ৯৬৩ জন। কাস্ট হ‌য়ে‌ছে ১ হাজার ৬৬০টি। অনুপ‌স্থিত ছি‌লেন ৩০৩ জন। অর্থাৎ ৮৪. ৪৬ শতাংশ ভোট পড়েছে।

স্যার স‌লিমুল্লাহ মুস‌লিম হলের মোট ভোটার ৬৬৯ জন। কাস্ট হ‌য়ে‌ছে ৫৫৩টি অর্থাৎ ৮২ দশ‌মিক ৮৩ শতাংশ। অনুপ‌স্থিত ছি‌লেন ১১৬। সব‌মি‌লে শারী‌রিক শিক্ষা কেন্দ্রে তিন হ‌লের মোট ভোট ৪ হাজার ৮৬১টি। এর মধ্যে মোট ৪ হাজার ৪৪টি ভোট কাস্ট হ‌য়ে‌ছে।

কার্জন হল কেন্দ্রেও প্রায় ৮০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানা গেছে। বেগম রোকেয়া হলে ভোট পড়েছে প্রায় ৭০ শতাংশ।
 

বিভি/এজেড

মন্তব্য করুন: