প্রচারণার শেষ দিনে সরে দাড়ালেন জাকসুর জিএস প্রার্থী অনন্যা ফারিয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রচারণার শেষ দিনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া। তিনি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
জানা যায়, ফারিয়া ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি গত ২৮ আগস্ট ছাত্রদলের প্যানেলে অবমূল্যায়নের অভিযোগ এনে জিএস পদে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করেন। পরবর্তীতে তাকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য বলা হলেও তিনি তা করেননি।
এ বিষয়ে অনন্যা ফারিয়া গণমাধ্যমকে বলেন, আমি একটি সম্মিলিত ঐক্যের কথা ভাবছি। তাই, স্বেচ্ছায় প্রার্থীতা না করার কথা ভাবছি।
এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দীন মোহাম্মদ বাবর গণমাধ্যমকে বলেন, ফারিয়া আমাদের সদস্য। আমরা দলীয়ভাবে তার সঙ্গে কথা বলেছি এবং সে দলের স্বার্থে এই পদে প্রার্থিতা না করতে রাজি হয়েছে। তাকে কেউ কোনো ধরনের চাপ প্রয়োগ করেনি।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: