• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচনে ভোটের শুরুতেই পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশিত: ১১:১৪, ১১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জাকসু নির্বাচনে ভোটের শুরুতেই পাল্টাপাল্টি অভিযোগ

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোটের শুরুতেই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

হলে হলে ভোটকেন্দ্রগুলোয় শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরসহ বেশ কয়েকটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। জাকসুতে ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯ জন। নির্বাচনে ২৫ পদে লড়ছেন ১৭৭ জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বী ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৯ জন প্রার্থী ও জিএস পদে লড়ছেন ৮ জন। ২১টি আবাসিক হলে বসানো হয়েছে ২২৪টি বুথ। 

বিভি/এআই

মন্তব্য করুন: