• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জকসু নির্বাচন ২৭ নভেম্বর 

প্রকাশিত: ২২:১২, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জকসু নির্বাচন ২৭ নভেম্বর 

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। নির্বাচনের তারিখ ধার্য্য করা হয়েছে চলতি বছরের ২৭ শে নভেম্বর।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এ বিজ্ঞপ্তিতে বলা হয়, উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) বিধি শীঘ্রই অনুমোদিত হবে৷ অনুমোদিত বিধি অনুসারে জকসুর নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে আগামী ৮ অক্টোবর।

এরপর ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন ও অন্যান্য অংশীজনদের সাথে মতবিনিময়ের মাধ্যমে জকসু নির্বাচন নীতিমালা ও আচরন বিধি প্রনয়ন হবে ২য়-১০তম দিন পর্যন্ত। জকসু নির্বাচন তফসিল প্রস্তুত ও ঘোষণা ১১ তম দিনে। 

ভোটার তালিকা প্রস্তুত ১৮ তম দিনে, খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৯ তম দিনে, ভোটার তালিকা সংশোধন (আপত্তি/অন্তর্ভুক্তিসহ) ২৫তম দিনে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৮তম দিনে, মনোনয়ন জমাদান ৩৫ তম দিনে, মনোনয়ন বাছাই ৩৭ তম দিনে, মনোনয়নে আপত্তি (যদি থাকে) নিষ্পত্তিকরণ ৩৯ তম দিনে,  চূড়ান্তপ্রার্থী তালিকা প্রকাশ ৪০ তম দিনে, প্রচার ৪৬ তম দিনে এবং সর্বশেষ ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ ৪৮ তম দিনে।

বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়, সংবিধি/ বিধি মোতাবেক রোডম্যাপ বাস্তবায়িত হবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2