সময় বাড়লো একদিন, কালও জমা দেওয়া যাবে চাকসুর মনোনয়নপত্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- চাকসু নির্বাচনের মনোনয়ন জমার সময় একদিন বাড়লো। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামীকাল (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) পর্যন্ত।
জানা যায়, চাকসু নির্বাচনের জন্য গত দুই দিনে মনোনয়ন ফরম নিয়েছেন সব মিলিয়ে ১৬৯ জন। শিক্ষার্থীদের নানামুখী সমস্যা সমাধানসহ তাদের কন্ঠস্বর হয়ে ওঠার আশ্বাস দিচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। ভোটগ্রহণ ১২ অক্টোবর। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার ২৭ হাজার ৬৩৪ জন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: