• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

গণ বিশ্ববিদ্যালয়ে ভোটের হাওয়া: ৭ বছর পর ক্যাম্পাসে নির্বাচনী উৎসব

ইভা আক্তার, গণ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৩:৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:১০, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গণ বিশ্ববিদ্যালয়ে ভোটের হাওয়া: ৭ বছর পর ক্যাম্পাসে নির্বাচনী উৎসব

বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরে ৭ বছর পর ক্যাম্পাসজুড়ে বইছে অন্যরকম হাওয়া। শিক্ষার্থীদের ভুবনে নেমে এসেছে এক টুকরো জাতীয় ভোট উৎসব। আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা ও ব্যালেট নম্বর প্রকাশের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণ ভরে উঠেছে রঙিন প্রচারণায়। মূল ফটক থেকে বাদামতলা, ট্রান্সপোর্ট চত্বর, একাডেমিক ভবনের করিডর যেদিকে তাকানো যায় কেবলই লিফলেট এর সমারোহ। হাতে হাতে লিফলেট বিলানো, মুখে মুখে স্লোগান সব মিলে যেন হুবহু জাতীয় নির্বাচনের দৃশ্য।

এক শিক্ষার্থী লিফলেট হাতে নিয়ে বন্ধুকে হেসে বলল, 'মামা, দেখ, লিফলেটটা দারুণ বানাইছে।' সঙ্গে সঙ্গে খুনসুটি করে উত্তর এল, 'তুই ভোট দিবি তো?' আরেকজন মজা করে যোগ করল, 'দিব না মানে? বড় ভাইয়ের ব্যালেট নাম্বার ভুলে গেলে চলবে?'

চায়ের দোকান এখন যেন নির্বাচনী আড্ডার সদর দপ্তর। ধোঁয়া ওঠা চায়ের কাপে ভেসে বেড়াচ্ছে ব্যালেট নম্বরের গল্প। লিফটের ভেতরেও চলছে তর্ক-বিতর্ক। কোথাও আবার বসেছে গানের আসর। গিটার হাতে শিক্ষার্থীরা গাইছে পরিবর্তনের গান, চারপাশে প্রার্থীর টিম হাততালি দিচ্ছে। একেবারে জাতীয় রাজনীতির ক্ষুদ্র সংস্করণ যেন গোটা গবি ক্যাম্পাস।

শুধু লিফলেটে সীমাবদ্ধ নয় প্রচারণা। অনেক প্রার্থী নিচ্ছেন অভিনব উদ্যোগ। কেউ নিজ হাতে করছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ, কেউ আবার একাডেমিক ভবনের প্রতিটি ফ্লোরে বসাচ্ছেন ডাস্টবিন। শিক্ষার্থীদের কথায়, 'যদি প্রচারণা এমন হয়, তবে নির্বাচনের পর সত্যিই বিশ্ববিদ্যালয় বদলে যাবে।'

এদিকে ফেসবুক-ইনস্টাগ্রামেও চলছে প্রতিশ্রুতির ঝড়। কেউ ভিডিও বানাচ্ছেন, কেউ গ্রাফিক্সে সাজাচ্ছেন স্লোগান। রাত জেগে বানানো কনটেন্ট সকালে ভাইরাল হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের টাইমলাইনে।

একাডেমিক ভবনের প্রতিটি ফ্লোর এখন মৌমাছির চাকের মতো সরব। বাদামতলার পাশে গানের সুর, ট্রান্সপোর্ট চত্বরে চায়ের ধোঁয়া আর হাসির শব্দ, করিডরে প্রার্থীদের ছুটোছুটি। সব মিলিয়ে গণ বিশ্ববিদ্যালয় এখন কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এ যেন জাতীয় নির্বাচনের ক্ষুদ্র প্রতিরূপ, যেখানে শিক্ষার্থীরাই একসাথে ভোটার, প্রার্থী, কর্মী আর দর্শক।

ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী ফারহান আব্দুল্লাহ বলেন, 'আমরা ডাকসু, জাকসু কিংবা চাকসুর নির্বাচন মিডিয়ায় দেখেছি। কিন্তু এমন উৎসবমুখর পরিবেশ সরাসরি উপভোগ করছি এবারই প্রথম। প্রার্থীরা লিফলেট দিচ্ছেন, কথা বলছেন, প্রতিশ্রুতি জানাচ্ছেন। আমাদের প্রত্যাশা যারা নির্বাচিত হবেন তারা যেন কথার বরখেলাপ না করেন, বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান করেন এবং নির্বাচন যেন সুন্দরভাবে শেষ হয়।'

রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষার্থী রফিকুল হাসান বলেন, 'বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়, এটা আমাদের জন্য বড় গর্ব। তবে প্রত্যাশাও আছে প্রার্থীরা যেন নির্বাচনের পর দায়িত্ব এড়িয়ে না যান। আচরণবিধি মানা জরুরি লিফলেট যেখানে-সেখানে ফেলার কারণে ক্যাম্পাস নোংরা হচ্ছে। আমরা চাই, সবাই দায়িত্বশীল থাকুক। আর এটিই আমার জীবনের প্রথম ভোট, তাই উত্তেজনাটা অন্যরকম।'

বিভি/এজেড

মন্তব্য করুন: