বুটেক্সে প্রথমবারের মতো আয়োজিত ‘টেক্সমেক এক্সপো ২০২৫’

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) দেশের ইতিহাসে প্রথম ক্যাম্পাসভিত্তিক টেক্সটাইল যন্ত্রপাতি প্রদর্শনী ‘টেক্সমেক এক্সপো ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে বুটেক্স টেক্সমেক সোসাইটি কর্তৃক এবং অকোটেক্স ও আইটিইটির সহযোগিতায় আয়োজিত হয় এই প্রদর্শনী। এটি ‘মেশিন ম্যানিয়া ২.০’-এর প্রধান আকর্ষণ হিসেবে আয়োজন করা হয়।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জি. মো. জুলহাস উদ্দিন প্রদর্শনীর উদ্বোধন করেন। এরপর তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে গিয়ে প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন মেশিন ও বাংলাদেশে আগামীর শিল্প বিপ্লবের বিষয়ে আলোচনা করেন।
প্রদর্শনীতে দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতনামা টেক্সটাইল যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করে। স্পিনিং, ওয়েভিং, নিটিং, ডাইং, প্রিন্টিং, ওয়াশিং, ফিনিশিং থেকে শুরু করে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং পর্যন্ত টেক্সটাইল শিল্পের প্রতিটি ধাপের সর্বাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি এখানে প্রদর্শিত হয়।
প্রদর্শনীতে দেশের শীর্ষ ১৮টি মেশিনারি কোম্পানি উপস্থিত ছিলেন। এর মধ্যে রয়েছে: প্যাসিফিক এসোসিয়েটস লিমিটেড, টেক্সটাইল এসোসিয়েটস লিমিটেড, টোটাল কোয়ালিটি রিসোর্সেস লিমিটেড, জেড এম জেড এসোসিয়েটস লিমিটেড, টেক্সট্রেড কর্পোরেশন এবং আরও বিভিন্ন খ্যাতনামা কোম্পানি, যারা তাদের সর্বাধুনিক প্রোডাক্ট প্রদর্শন ও আলোচনায় অংশগ্রহণ করে।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি আধুনিক শিল্প প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে শিল্প উদ্যোক্তা, গবেষক, শিক্ষক ও শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য এটি হবে মতবিনিময়, নেটওয়ার্কিং ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য প্ল্যাটফর্ম।
দিনব্যাপী প্রদর্শনী বিকাল ৪টায় ‘সেমিনার উইথ টেক্সটাইল লিডারস’ আয়োজনের মাধ্যমে শেষ হয়। শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন কর্পোরেট প্রতিনিধি ছাড়াও আমন্ত্রিত অতিথিদের আগমনে প্রদর্শনীটি ক্যাম্পাসকে উৎসবমুখর করে তোলে।
ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী বুলবুল হাসনাত বলেন, একজন শিক্ষার্থী হিসেবে খুব ভালো লাগছে যে বুটেক্সের মতো জায়গায় টেক্সমেক এক্সপো অনুষ্ঠিত হচ্ছে। নতুন মেশিনারি এবং এর ফিচার সম্পর্কে জানতে পারছি। সামনে চ্যালেঞ্জের জন্য কি মোকাবেলা করতে হবে বা শিক্ষার্থী হিসেবে কি জ্ঞান অর্জন করতে হবে, সেগুলোও বোঝার সুযোগ মিলেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি. মো. জুলহাস উদ্দিন বলেন, বুটেক্সে প্রথমবারের মতো মেশিন এক্সিবিশন আয়োজিত হচ্ছে। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পিনিং, ওয়েভিং, নিটিং, ডাইং, প্রিন্টিং, ওয়াশিং, ফিনিশিংসহ বিভিন্ন মেশিন নিয়ে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনা হয়। আজকের এক্সিবিশনে প্রায় সব ধরনের মেশিন উপস্থাপন করা হয়েছে। মেশিন লার্নিং একজন ইঞ্জিনিয়ারের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি প্রোডাকশন মেশিনের উপর নির্ভর করে। শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা যদি স্টলগুলো পরিদর্শন করে, তারা মেশিন সম্পর্কে ভালো ধারণা পাবেন। আমরা আশা করি, প্রতিবছর এ ধরনের এক্সিবিশন আয়োজন করা হবে।
বাংলাদেশের টেক্সটাইল গ্রাজুয়েটদের পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর সদস্য সচিব মো. এনায়েত হোসেন বলেন, বুটেক্স টেক্সমেক সোসাইটি কর্তৃক আয়োজিত অকোটেক্স টেক্সটাইল মেশিনারি ফেয়ার-২০২৫ বুটেক্স ক্যাম্পাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এটি শিক্ষার্থী ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য বড় সুযোগ, কারণ তারা সরাসরি মেশিনারি ও টেকনোলজি সম্পর্কে জানতে পারছে। আইটিইটি সবসময় এ ধরনের অনুষ্ঠানের পাশে থাকবে এবং উৎসাহিত করবে।
বুটেক্স টেক্সমেক সোসাইটির নেতৃবৃন্দ জানান, ‘টেক্সমেক এক্সপো-২০২৫’ শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, বরং এটি শিক্ষা ও শিল্পের মধ্যে একটি সেতুবন্ধন। শিক্ষার্থী, গবেষক ও শিল্প সংশ্লিষ্ট সকলে এখান থেকে বাস্তব জ্ঞান, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা পাবেন।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, এই প্রদর্শনী বাংলাদেশের টেক্সটাইল শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং শিক্ষার্থী ও শিল্প সংশ্লিষ্ট সকলের জন্য এটি হবে একটি মাইলফলক আয়োজন।
বিভি/এজেড
মন্তব্য করুন: