• NEWS PORTAL

  • শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

এবার আমির হামযাকে ক্ষমা চাইতে বললেন ডাকসু নেতা জুবায়ের 

প্রকাশিত: ২০:৫২, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:০২, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এবার আমির হামযাকে ক্ষমা চাইতে বললেন ডাকসু নেতা জুবায়ের 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আজান দেওয়া নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ায় জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে প্রকাশ্য ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর নবনির্বাচিত সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে আমির হামজার ভাইরাল হওয়া ঢাবির মুহসিন হলের আজান সম্পর্কিত বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন।

জুবায়ের লিখেছেন, রিসেন্ট এক বক্তব্যে আমির হামযা বলেছেন, ঢাবির মুহসিন হলে নাকি গত ষোল বছরে প্রকাশ্যে আজান হয়নি। শিবির ডাকসুতে জিতার পরেই প্রথম মাইকে আজান দেয়া হয়। তার এই বক্তব্য পুরোপুরি অসত্য এবং বিভ্রান্তিকর। ধর্মীয় পরিচয় ধারণ করে এমন বিভ্রান্তিকর বক্তব্য আমাদেরকে হতাশ করে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে ডাকসুর এই নেতা বলেন, আমি এই মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। ঢাবি সম্পর্কে মানুষকে ভুল বার্তা দেয়ায় তাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। জামায়াতে ইসলামকে তার বিরুদ্ধে যেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2