এবার বরিশালের ব্রজমোহন কলেজে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি

ছবি: সংগৃহীত
এবার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দাবি দেশের দক্ষিণাঞ্চলের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান, বরিশালের ব্রজমোহন বিশ্ববিদ্যালয় বা বিএম কলেজ শিক্ষার্থীদের।
এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে ছাত্র শিবির এবং ইসলামী আন্দোলন। নির্বাচনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ।
২০০৩ সালে ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ -বাকসু নির্বাচনের পর আর কোনো নির্বাচন হয়নি কলেজটিতে। জরাজীর্ণ হয়ে গেছে বাকসু ভবন।
তবে, আওয়ামী লীগ সরকারের সময় তিন মাসের জন্য কর্ম পরিষদ গঠন করে তা দিয়ে কয়েক বছর পার করেছে তৎকালীন বিএম কলেজ ছাত্রলীগ।
এদিকে নির্বাচনের রুপরেখা ঘোষণার দাবিতে এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে বিএম কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
তবে ডাকসু নির্বাচনে অনিয়ম-কারচুপি দেখে বাকসু নির্বাচনে গরজ কম ছাত্রদলের। অধ্যক্ষের পাশাপাশি প্রশাসনের কাছ থেকেও সহযোগিতার আশ্বাস মিলেছে।
বিএম কলেজে শিক্ষার্থী ২৭ হাজারের বেশি। শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি আদায়ে নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধি চান তারা।
বিভি/এআই
মন্তব্য করুন: