• NEWS PORTAL

  • রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ

প্রকাশিত: ১৩:৩৭, ২২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ( চাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কমিশনের নিজস্ব ওয়েব সাইট এই তালিকা প্রকাশ করা হয়। এতে দেখা গেছে জমা দেওয়া মনোনয়ন পত্রের মধ্যে ১৯ জনের প্রার্থীতা বাতিল হয়েছে। এর মধ্যে দুইজন ভিপি ও একজন জিএস পদপ্রার্থী রয়েছে। 

নির্বাচন কমিশন বলছে, এটি চূড়ান্ত নয়।  এটি কেবল ডোপ টেস্টের ফলাফল। শিক্ষার্থীদের আপত্তি নিষ্পত্তির পর প্রার্থীতা আরও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রাথমিক বাতিল হওয়া প্রার্থীরা নিজেরাও প্রার্থীতা ফিরে পেতে আবেদন করতে পারবে। এতে তাদেরও কেউ কেউ নির্বাচনের সুযোগ পেতে পারে। 

এর আগে কেন্দ্র ও হল সংসদে নির্বাচনের জন্য ১ হাজার ১৬২ জন মনোনয়ন সংগ্রহ করে। তারমধ্যে জমা দেয় ৯৩১ জন।

এরমধ্যে ভিপি পদে ২৫, জিএস ও এজিএস পদে ২২ টি করে মনোনয়ন পত্র জমা পড়ে। শিক্ষার্থীদের  আপত্তি নিষ্পত্তি ও ডোপ্ট টেস্টের ফলাফল বিশ্লেষণ শেষে আগামীকাল বা পরশু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা জানিয়েছ নির্বাচন কমিশন।  

এদিকে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। ছাত্রদল, ছাত্রশিবিরসহ এখন পর্যন্ত অন্তত ১৩ টি প্যানেল ঘোষণা করেছে শিক্ষার্থীরা। আগামী ১২ অক্টোবর হবে ভোট গ্রহণ। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চাকসু নির্বাচন। এর আগে ১৯৯০ সালে অনুষ্ঠিত হয়েছে চাকসু নির্বাচন।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2