এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড এই তারিখে ফল প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয় আবেদন করেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ডের সভা সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত রয়েছেন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ডের পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২৬ জুন শুরু হয়ে ১৯ আগস্ট শেষ হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।
এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা হয়। এতে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এখন সোয়া ১২ লাখ শিক্ষার্থী অধীর অপেক্ষায় রয়েছেন চূড়ান্ত ফলের।
বিভি/টিটি
মন্তব্য করুন: