• NEWS PORTAL

  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষ: ববির চার শিক্ষার্থী ছয় মাস বহিষ্কার

নূর ইসলাম নিয়ন, বরিশাল বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত: ১৬:৫১, ২৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:৫১, ২৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষ: ববির চার শিক্ষার্থী ছয় মাস বহিষ্কার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই বিভাগের চার শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি দুই বিভাগের আরও ২১ শিক্ষার্থীকে অভিভাবকসহ উপস্থিত হয়ে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ৯১তম সিন্ডিকেট সভার অনুমোদনের ভিত্তিতে একাডেমিক কাউন্সিল এ শাস্তি প্রদান করে।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে তিনজন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এবং একজন মার্কেটিং বিভাগের। তারা হলেন অ্যাকাউন্টিং বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের মো. শাওন শেখ ও তরিকুল ইসলাম নয়ন, ২০২৩–২৪ শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসেন এবং মার্কেটিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শাহারিয়ার শাওন।

শাওন শেখ ও সাজ্জাদ হোসেনকে ছয় মাস (এক সেমিস্টার) বহিষ্কার করা হয়েছে। তরিকুল ইসলাম নয়নকে ৬ মাসের বহিষ্কার অথবা ৪০ হাজার টাকা জরিমানা এবং শাহারিয়ার শাওনকে ৬ মাসের বহিষ্কার অথবা ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, বহিষ্কৃত শিক্ষার্থীসহ মার্কেটিং বিভাগের ১০ জন ও অ্যাকাউন্টিং বিভাগের ১১ জন শিক্ষার্থীকে আগামী সাত কার্যদিবসের মধ্যে অভিভাবকসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে হাজির হয়ে মুচলেকা দিতে হবে।

মুচলেকায় উল্লেখ থাকবে ভবিষ্যতে কোনো শৃঙ্খলাভঙ্গ বা অসদাচরণে যুক্ত হলে বিশ্ববিদ্যালয় থেকে তাদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে এবং এ বিষয়ে তাদের কোনো আপত্তি থাকবে না। নির্ধারিত সময়ে মুচলেকা না দিলে সংশ্লিষ্টদের চলমান শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নির্মাণাধীন বিটাক ভবনের পাশে বালুর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন বলেন, “ঘটনার তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2