• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের হামলায় ঢাকা কলেজের বাস ভাঙচুর

মো. ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ 

প্রকাশিত: ১৫:৪৮, ২৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের হামলায় ঢাকা কলেজের বাস ভাঙচুর

ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা হামলা চালিয়ছে। এতে বাসটির জানালার গ্লাস ভেঙ্গে গিয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টায় রাজধানীর সিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে। 

জানা যায়, দুপুর দেড়টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ফেরার পথে “বিজয়–২৪” নামের বাসটিতে আইডিয়াল কলেজের পোশাক পরিহিত একদল শিক্ষার্থী আকস্মিকভাবে হামলা চালায়। এতে বাসের গ্লাস ভেঙে যায়। তবে বাসে কোনো শিক্ষার্থী না থাকায় কেউ আহত হননি। পরে শিক্ষকরা গিয়ে বাসটি ক্যাম্পাসে নিয়ে আসেন।

বিজয় ২৪ বাসের চালক মো. কবির হোসেন বলেন, মিরপুর থেকে আসার পথে গাড়িতে কেউ ছিল না। এমন সময় সিটি কলেজের সামনে পৌঁছালে আইডিয়াল কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আমাদের গাড়িতে হঠাৎ করে হামলা চালায়। তাদের হামলায় গাড়ির কাচ ভেঙে যায়। শুধু তাই নয়, হামলাকারীদের মধ্যে কেউ কেউ বলছিল— “সরকারি গাড়ি ভাঙলে সমস্যা কী, ভাঙো।

এবিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভিন সুলতানা হায়দার বলেন, আমাদের শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ফিরার পথে বিজয় ২৪ নামের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা হামলা চালায়। পরে আমাদের এক শিক্ষক বাসটি ক্যাম্পাসে নিয়ে আসেন। কি কারণে তারা বাস ভেঙ্গেছে তা এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে সকাল থেকেই আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার উদ্দেশ্যে বিচ্ছিন্নভাবে অবস্থান নিচ্ছিল। এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউমার্কেট থানার ওসি একেএম মাহফুজুল হক বলেন, কলেজ থেকে মামলা করা হলে হামলার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2