• NEWS PORTAL

  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫

মেডিকেল ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন ও নীতিমালা প্রকাশ

প্রকাশিত: ১৭:৩৩, ৩১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মেডিকেল ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন ও নীতিমালা প্রকাশ

মেডিকেলে ভর্তির ক্ষেত্রে নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। নতুন নীতিমালা অনুযায়ী, এবার ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পাশাপাশি এসএসসি ও এইচএসসির জিপিএ মোট ১০০ নম্বরের হিসাবে নির্ধারণ করা হবে। একই দিন অভিন্ন প্রশ্নের ওপর এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এ নীতিমালা। বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়েছে, এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং জাতীয় ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ১০০ নম্বর হিসাবে নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় থাকা জিপিএর ৮ গুণ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ১২ গুণ এবং ভর্তি পরীক্ষায় পাওয়া নম্বরের যোগফলের ভিত্তিতে তৈরি করা হবে মেধাতালিকা। তবে দ্বিতীয়বার (সেকেন্ড টাইমার) প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর এবং আগের বছরে সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ভর্তিকৃত প্রার্থীর ক্ষেত্রে মোট প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কেটে মেধা তালিকার অবস্থান নির্ধারণ করা হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে ভর্তির ক্ষেত্রে একসঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএম কোর্সে জাতীয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি মাধ্যমে উত্তীর্ণ এবং ইংরেজি মাধ্যমে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীদের ক্ষেত্রে ইংরেজিতে প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে।

এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী ১০০টি প্রশ্নে লিখিত ভর্তি পরীক্ষা হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে ১ নম্বর। বিষয়ভিত্তিক বিভাজন যথাক্রমে- জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলী মূল্যায়ন ১৫ নম্বর। পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বরে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময় থাকবে ১ ঘণ্টা ১৫ মিনিট।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2