• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি 

প্রকাশিত: ১৯:৩৭, ৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি 

ফাইল ছবি

দ্রুতই আসছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। সোমবার (৩ নভেম্বর) সকালে এ বিষয়ে মোবাইল ফোন অপারেটর টেলিটকের সঙ্গে সভা করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। 

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদফতরের গবেষণা কর্মকর্তা এসএম মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই দ্রুত সার্কুলার প্রকাশের জন্য আমরা টেলিটকের সঙ্গে আজ একটি মিটিং করেছি। অনলাইনে আবেদনের জন্য টেলিটককে সফটওয়্যার ডেভেলপ করার কথা বলা হয়েছে।

এর আগে, রবিবার (২ নভেম্বর) প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সংশোধনীতে বলা হয়েছে, ‘বিধি ৭ এর উপ-বিধি (২) এর দফা (খ)’-এ উল্লিখিত ‘অন্যান্য বিষয়ে’ শব্দগুলোর পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দ প্রতিস্থাপিত হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2