• NEWS PORTAL

  • শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ভূমিকম্প আতঙ্কে ভবন থেকে লাফ দিয়ে পা ভাঙলো ঢাবি শিক্ষার্থীর 

আরও ৩ জন আহত

প্রকাশিত: ১২:১৯, ২১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভূমিকম্প আতঙ্কে ভবন থেকে লাফ দিয়ে পা ভাঙলো ঢাবি শিক্ষার্থীর 

ছবি: সংগৃহীত

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলের কয়েকজন শিক্ষার্থী ভবন থেকে নিচে লাফ দিয়ে আহত হয়েছেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রথম বর্ষের শিক্ষার্থী নূরুল হুদার পা ভেঙে গেছে বলে জানা যায়। 

এ ছাড়া হাজী মুহাম্মদ মুহসিন হলের তিনতলা এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে আরও তিনজন শিক্ষার্থী আহত হন। আহতদের সবাইকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

হাজী মুহসিন হলের চারতলা থেকেও কয়েকজন শিক্ষার্থী লাফ দেওয়ার ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীর আহমেদ এবং একই ব্যাচের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী আছেন।

ভূমিকম্পের কারণে এ এফ রহমান হলের একটি কক্ষের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে যায়। এ ছাড়া শেখ মুজিবুর রহমান হলের নতুন জুলাই শহীদ স্মৃতি ভবনের কিছু জায়গায় পলেস্তারা খসে পড়া ও ফাটল দেখা গেছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2