• NEWS PORTAL

  • শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে হলজুড়ে আতঙ্ক, বের হতে গিয়ে ঢাকা কলেজের ৩ শিক্ষার্থী আহত

মো. ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ

প্রকাশিত: ১৫:২৬, ২১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভূমিকম্পে হলজুড়ে আতঙ্ক, বের হতে গিয়ে ঢাকা কলেজের ৩ শিক্ষার্থী আহত

রাজধানীর ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঢাকা কলেজের ৩ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০.৩৮ মিনিটে রিখটার ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলের দুই শিক্ষার্থী ও দক্ষিণ হলের একজন শিক্ষার্থীর আহত হওয়ার এ ঘটনা ঘটে। 

আহতরা হলের ঢাকা কলেজ আখতারুজ্জামান ইলিয়াস হলের ২০২ নাম্বার কক্ষের আবাসিক শিক্ষার্থী আহসান হাবিব ও রাকিবুল হাসান রাজ। অন্যজন হলেন দক্ষিণ হলের ১১৬ নাম্বার কক্ষের আবাসিক শিক্ষার্থী সাইফুর রহমান। আতঙ্কে নিচে নামতে গিয়ে তার দুই পায়ের হাঁটুতে আঘাত লাগে। তাৎক্ষণিক তাকে হল থেকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে হলগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় দ্রুত নিচে নামতে গিয়ে পড়ে আহত হয়েছেন তারা। এসময় অন্যান্য ছাত্রাবাসের শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে নিচে নেমে আসেন। 

আহত শিক্ষার্থী আহসান হাবিব বলেন, গতকাল রাতে কলেজের কনসার্ট ছিল। এজন্য সকালে ঘুমাচ্ছিলাম। হলের শিক্ষার্থীদের হুড়োহুড়িতে ঘুম ভেঙে গেলে উঠে দেখি সবাই দৌঁড়াচ্ছে। মনে হলো কেউ হামলা করছে নাকি। পরে দেখি ভূমিকম্প হচ্ছে। এসময় আমরা রুমের সবাই তাড়াহুড়ো করে নামতে গিয়ে করিডর দিয়ে অন্য হলে যাওয়ার সময় নিচে পড়ে আমার হাত, পা ও বুকের এক পাশে কেটে গেছে। আমি এখন পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।  

আহত অন্য শিক্ষার্থী রাকিবুল হাসান রাজ বলেন, আখতারুজ্জামান ইলিয়াস হল দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এরপরেও আমাদের এই হলে রাখা হয়েছে। ইতিপূর্বে অনেক শিক্ষার্থী ও হলের কর্মচারীর ওপরের পলেস্তেরা খঁসে মাথায় পড়েছে, আহত হয়েছে। এরপরেও কলেজ প্রশাসন ঝুঁকি নিয়ে হলে শিক্ষার্থীদের রেখেছে। আগামী ১ সপ্তাহের মধ্যে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ইলিয়াস হল থেকে শিক্ষার্থীদের সরিয়ে না নেওয়া হলে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হবে।

ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আহত শিক্ষার্থী পপুলার হাসপাতালে ভর্তি আছে। হলের প্রভোস্টকে দেখভালের জন্য সেখানে পাঠানো হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি। 

পরিত্যক্ত আখতারুজ্জামান হলের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের আগেই বলা হয়েছে পরিত্যক্ত হল ত্যাগ করার জন্য। ইলিয়াস হলের শিক্ষার্থীদের জন্য সুযোগ কম থাকার পরও আমরা ফরহাদ হলে কিছু রুমের ব্যবস্থা করেছি। ইলিয়াস হলের প্রায় অর্ধেক শিক্ষার্থীকে সেখানে উঠে যেতে বলেছি কিন্তু তারা উঠেনি। তাদের আলাদা দাবি আছে। সব দাবি একসাথে পূরণ করা সম্ভব নয়। কলেজ প্রশাসনের সীমাবদ্ধতা রয়েছে।

তিনি আরও বলেন, মাস্টার্সের পূর্বের সেশনের শিক্ষার্থীরা অবৈধভাবে আছে। তাদেরকে হল ত্যাগ করার জন্য বারবার নোটিশ দেওয়া হয়েছে। সেই সিটগুলো ইলিয়াস হলের বৈধ শিক্ষার্থীদের দেওয়া হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2