• NEWS PORTAL

  • শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাস হেলে পড়েছে 

মো. ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ 

প্রকাশিত: ১৫:৪৫, ২১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভূমিকম্পে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাস হেলে পড়েছে 

রাজধানীর ঢাকাসহ সারাদেশে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাস পূর্ব দিকে হেলে পড়েছে বলে দাবি করছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে এ কম্পন অনুভূত হয়। 

শিক্ষার্থীরা জানান, ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হল ভবনের ভেতর দুলুনি অনুভূত হয়। অনেকেই আতঙ্কে বাইরে বের হয়ে আসেন। তারা জানান, ঘটনার পর দেখা যায় উত্তর ছাত্রাবাসের ভবনটি বিজয় ২৪ ছাত্রাবাসের দিকে সামান্য হেলে আছে বলে মনে হচ্ছে। শিক্ষার্থীদের ভাষ্যমতে, দূর থেকে তাকালে ভবনটি একটু ঝুঁকে থাকার মতো দেখা যায়।

এবিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বাহির থেকে দেখলে মনে হয় ভবনটি পাশের হলের কাছাকাছি গিয়েছে। হেলে পড়ছে বিষয়টা এমন না,তবে দূরত্বটি কম বলে মনে হতে পারে। যারা আগে থেকে এখানে ছিলেন, তারা বলতে পারবেন এ দূরত্বটি পূর্ব থেকেই এমন ছিল কি না।

তিনি আরও বলেন, আমি ইতোমধ্যে হল প্রভোস্টদেরকে বিষয়টি দেখার জন্য বলেছি কোথাও ফাটল বা কাঠামোগত ক্ষতির কোনো চিহ্ন আছে কি না তা যাচাই করতে। এছাড়া শিক্ষা প্রকৌশলকে জানাবো, যাতে তারা প্রয়োজনীয় পরিদর্শন করে আসল পরিস্থিতি নিশ্চিত করতে পারেন। বর্তমানে কোনো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা কম বলে মনে হচ্ছে। তবে আমরা সম্পূর্ণ নিশ্চিত হওয়ার জন্য সব ধরনের সতর্কতা ও পরিদর্শন চালিয়ে যাচ্ছি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2