• NEWS PORTAL

  • শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ অপেক্ষার অবসান, শনিবার বুটেক্সের প্রথম সমাবর্তন

রাতুল সাহা, বুটেক্স

প্রকাশিত: ১৬:৪৮, ২৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দীর্ঘ অপেক্ষার অবসান, শনিবার বুটেক্সের প্রথম সমাবর্তন

প্রতিষ্ঠার ১৫ বছর পর প্রথমবারের মতো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে মূল আয়োজন। সমাবর্তন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবারের সমাবর্তনে অংশ নেবেন মোট ৪ হাজার ১২৬ জন গ্র্যাজুয়েট। এর মধ্যে ৬০ জন মাস্টার্স, ১৯৪ জন এমবিএ ডিগ্রিধারী এবং বুটেক্স অধিভুক্ত কলেজগুলো থেকে থাকবেন ১২৫০ জন গ্র্যাজুয়েট। সমাবর্তনে ৪১ জন শিক্ষার্থীকে গোল্ড মেডেল প্রদান করা হবে।

সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তন বক্তা হিসেবে হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুংগাই ওয়াং এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, গ্র্যাজুয়েটদের বিটাক মোড় সংলগ্ন উত্তর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে রেজিস্ট্রেশন শুরু হবে এবং সকাল ৯টার মধ্যে নির্ধারিত আসনে বসতে হবে। গাউন ও ক্যাপ ছাড়া প্রবেশ করা যাবে না। এরপর জাতীয় সংগীত পরিবেশন, সমাবর্তন উদ্বোধন, ডিগ্রি প্রদান, সম্মাননা প্রদান ও বক্তব্য পর্ব অনুষ্ঠিত হবে। দুপুরে অনুষ্ঠান সমাপ্তির পর খাবার পরিবেশন করা হবে।

নিরাপত্তার স্বার্থে অভিভাবক ও শিশুদের প্রবেশ নিষিদ্ধ। ক্যাম্পাসে কোনো ব্যাগ বা ব্যক্তিগত গাড়ি আনা যাবে না। অনুষ্ঠান চলাকালে মোবাইল ফোন সাইলেন্ট রাখতে হবে এবং অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আসন ত্যাগ করা যাবে না।

এছাড়া মাঠের দক্ষিণ পাশের প্রধান গেট শুধুমাত্র ভিআইপি ও আমন্ত্রিত অতিথিদের জন্য নির্ধারিত। দক্ষিণ-পশ্চিম পাশে রেজিস্ট্রেশন বুথ ও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। মাঠের পূর্ব ও উত্তর-পশ্চিম পাশে ভ্রাম্যমাণ টয়লেট স্থাপন করা হয়েছে। অতিথিদের গাড়ি পার্কিংয়ের জন্য জিএমএজি ওসমানী হল এলাকায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

সমাবর্তন উপলক্ষে ২৫টির বেশি উপ-কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে প্যান্ডেল, মঞ্চ, আসন বিন্যাস, আলোকসজ্জা, ব্যানার ও সিসিটিভি স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবে র‍্যাব, ডিএমপি, এনএসআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “বুটেক্সের ইতিহাসে এটি একটি স্মরণীয় ও গর্বের দিন। শৃঙ্খলা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাবর্তনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত গেট, আসনব্যবস্থা ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য গ্র্যাজুয়েট ও অতিথিদের অনুরোধ জানানো হয়েছে।"

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2