• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

বছরের শুরুতেই স্থানীয়দের হামলার শিকার বাকৃবি শিক্ষার্থীরা, আহত ৫

হাবিবুর রনি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৪:৫৬, ২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বছরের শুরুতেই স্থানীয়দের হামলার শিকার বাকৃবি শিক্ষার্থীরা, আহত ৫

মধ্যরাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর  স্থানীয়দের হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। যার মধ্যে ০২ জনকে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকীদের বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কমপ্লেক্স ‘হেলথ কেয়ার’ সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেষমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীদের মধ্যে চারজন ঈশা খাঁ হলের এবং একজন মাওলানা ভাসানী হলের শিক্ষার্থী। তাঁদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন—ঈশা খাঁ হলের পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিয়াম, ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অন্তর ও ইমন, কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী তানভীর এবং মাওলানা ভাসানী হলের কৃষি অর্থনীতি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রিয়।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার সকালে। সে সময় কয়েকজন বহিরাগত ঈশা খাঁ হল এলাকায় প্রবেশ করলে শিক্ষার্থীরা চোর সন্দেহে তাঁদের আটক করেন। পরে হল কর্তৃপক্ষের হস্তক্ষেপে বহিরাগতদের ছেড়ে দেওয়া হয়।

এর জের ধরে রাতে ঈশা খাঁ হলের কয়েকজন শিক্ষার্থী শেষমোড় এলাকায় খাবার খেতে গেলে স্থানীয় কিছু লোক তাঁদের পথরোধ করে। একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। পরে লোহার পাইপ দিয়ে আঘাত করা হলে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায় এবং আরেকজনের নাক ভেঙে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন হলের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। এতে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে গত রাতেই, ময়মনসিংহ কোতোয়ালি থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2