জকসু নির্বাচন: কোন প্রার্থী কত ভোট পেলেন?
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী। এই নির্বাচনের ভোটে মোট ২১ পদের ১৭টিতে শিবিরের বিজয়; ২টি ছাত্রদল, একটি পেয়েছে স্বতন্ত্র।
কোন প্রার্থী কত ভোট পেলেন-
সভাপতি (ভিপি) পদে মোহাম্মদ রিয়াজুল ইসলাম ৫৫৫৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী একেএম রাকিব ৪৬৮৮ ভোট
সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ ৫৪৭৫ ভোট
এজিএস মাসুদ রানা ৫০২০ ভোট
মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোহাম্মদ নূর নবী ৫৪০০ ভোট
শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম খলিল ৫৫২৪ ভোট
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন খাতুন ৪৪৮৬ ভোট
স্বাস্থ ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ ৪৪৭০ ভোট
আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম ৪৬৫৪ ভোট
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নাওয়ার জয়া ৪৫০১ ভোট
সাহিত্য সংস্কৃতির সম্পাদক মোহাম্মদ তাকরিম আহম্মেদ ৫৩৮৫ ভোট
ক্রিয়া সম্পাদক পদে মোহাম্মদ জার্জিস আনোয়ার নাঈম ৩৯৬৩ ভোট
পরিবহন সম্পাদক মোহাম্মদ মায়েদ হোসেন ৪০২৩ ভোট
সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান ৩৪৮৬ ভোট
পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব ৪৬৫৮ ভোট
এছাড়াও সদস্য পেয়েছেন-
ফাতেমা আক্তার (অরিন) ৩৮৫১ ভোট
মোহাম্মদ আকিব হাসান ৩৫৮৮ ভোট
শান্তা আক্তার ৩৫৫৪ ভোট
মোহাম্মদ সাদমান আমিন ৩৩০৭ ভোট
মোহাম্মদ জাহিদ হাসান ৩১২৪ ভোট
আব্দুল্লাহ্ আল ফারুক ২৯১৭ ভোট
ইমরান হাসান ইমন ২৬৩৬ ভোট
এছাড়াও, একমাত্র নারী হল সংসদ নির্বাচনে তিন পদে পেয়েছেন-
ভিপি জান্নাতুল উম্মি তারিন ৫৭১ ভোট
জিএস সুমাইয়া তাবাসসুম ৫৭১ ভোট
এজিএস রেদোয়ানা খাওলা ৫৪৫ ভোট
বিভি/পিএইচ




মন্তব্য করুন: