জকসুর একমাত্র নারী হল সংসদের ভিপি-জিএস-এজিএস হলেন যারা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী। এদিন, রাত ১২টা ১৫ মিনিটে (৮ জানুয়ারি) জাকসুর একমাত্র হল সংসদ নির্বাচনেরও ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে জকসুর নারী হল সংসদের ভিপি হয়েছেন জান্নাতুল উম্মি তারিন, জিএস সুমাইয়া তাবাসসুম এবং এজিএস হয়েছেন রেদোয়ানা খাওলা।
জানা যায়, বুধবার দিবাগত (৮ জানুয়ারি) রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরীরানী হল শিক্ষার্থী সংসদ ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
ভোটের ফলাফল:
ক) ভিপি পদঃ
বিজয়ী: জান্নাতুল উম্মি তারিন (ছাত্রী সংস্থা) মোট ভোট -৫৭১
নিকটতম প্রতিদ্বন্দ্বী: ফারজানা রিমি (ছাত্রদল) মোট ভোট-২৩৬
খ) জিএস পদ:
বিজয়ী: সুমাইয়া তাবাসসুম (ছাত্রীসংস্থা) মোট ভোট-৫৭১
নিকটতম প্রতিদ্বন্দ্বী: সাদিয়া সুলতানা নেলি (ছাত্রদল) মোট ভোট-৩১৪
গ) এজিএস পদ:
বিজয়ী: রেদোয়ানা খাওলা (ছাত্রী সংস্থা) মোট ভোট-৫৪৫
নিকটতম প্রতিদ্বন্দ্বী: শেখ তাসলিমা জাহান মুন (ছাত্রদল) মোট ভোট-৪০৪
বিভি/পিএইচ




মন্তব্য করুন: