• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

জকসুতে হেরে গিয়ে যা বললেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী

প্রকাশিত: ১৫:৪০, ৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জকসুতে হেরে গিয়ে যা বললেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে মোট ২১ পদের ১৭টিতে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল জয়ী হয়েছে। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী হাড্ডাহাড্ডি লড়াই করে হেরেছেন।

বুধবার রাতে জকসুর ফলাফল ঘোষণা হয়। আর বৃহস্পতিবার দুপুরে নির্বাচনে পরাজিত হওয়ার প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রঅধিকার পরিষদের সভাপতি ও ছাত্রদল প্যানেলের একেএম রাকিব।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে রাকিব লিখেছেন, একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রার্থী হিসেবে আমি হেরে গেলেও, জগন্নাথের একজন শিক্ষার্থী হিসেবে বুক ফুলিয়ে বলতে পারবো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথেও ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। 

প্রথমবারের মতো আয়োজিত এই জকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে রাকিব লিখেছেন, জকসুতে নির্বাচিত সকল প্রার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে রাকিব লিখেছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমার লক্ষ্যই ছিলো শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা। নির্বাচিত প্রতিনিধিরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবেন এটাই প্রত্যাশা থাকবে।

এর আগে এক পোস্টে তিনি লিখেছিলেন, আমি মো.রাকিব, আপনাদের একেএম রাকিব। জকসু নির্বাচনে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করেছিলাম।

এই যাত্রায় বিশ্ববিদ্যালয়ের অনেক ভাই-আপু, সিনিয়র-জুনিয়র, সহযোদ্ধারা দিনরাত এক করে আমার জন্য খেটেছিলেন, নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রচারণা চালিয়েছিলেন এবং  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।  আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েছি, আপনাদের আশানুরূপ ফল অর্জন করতে পারিনি এজন্য আপনাদের নিকট ক্ষমাপ্রার্থী।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2