সোমবার সায়েন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (১৭ জানুয়ারি) এক প্রেস রিলিজে এ তথ্য জানান সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে প্রণীত “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫” এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
খসড়াটি প্রকাশের পর তা নিয়ে বিভিন্ন মহলে পক্ষে-বিপক্ষে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সঙ্গে একাধিক পরামর্শ সভা আয়োজন করে।’
বিভি/এসজি



মন্তব্য করুন: