রায়পুরার জোহরা হাছান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়ায় জোহরা হাছান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শপথ গ্রহণ ও প্রতিযোগীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
জোহরা হাছান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাভিশনের প্রধান সম্পাদক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সাবেক মহাপরিচালক ড. আবদুল হাই সিদ্দিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মিনারা বেগম।
সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিভি/টিটি



মন্তব্য করুন: