• NEWS PORTAL

  • রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তায়ন দেশের জন্য ভয়াবহ হয়ে উঠেছে: ধর্ম উপদেষ্টা

প্রকাশিত: ১৮:০৮, ৩১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:০৯, ৩১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তায়ন দেশের জন্য ভয়াবহ হয়ে উঠেছে: ধর্ম উপদেষ্টা

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে যেন আর কোনো শিক্ষার্থী লাশ হয়ে না ফেরে এমন প্রত্যাশার কথা জানালেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. এ এফ এম খালিদ হোসেন। স্টুডেন্ট পলিটিক্সের নামে দুর্বৃত্তায়ন দেশের জন্য ভয়াবহ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বক্তব্যে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. এ এফ এম খালিদ হোসেন। বক্তব্যে তিনি বলেন জ্ঞান প্রজ্ঞা ও নৈতিকতা দিয়ে সমাজের জন্য কাজ করার দায়িত্ব গ্রাজুয়েটদের নিতে হবে।

সমাবর্তনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে আজাদ খান, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. মনজারুল আলম।

বিভি/এআই

মন্তব্য করুন: