• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ক্লাসরুমে টিকটক ভিডিও, পাঁচ ছাত্রীকে সতর্ক

প্রকাশিত: ১৫:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
ক্লাসরুমে টিকটক ভিডিও, পাঁচ ছাত্রীকে সতর্ক

কুমিল্লা ক্লাসরুমে স্কুলের পোশাক পরে কয়েকজন ছাত্রী হিন্দি গানের সংগে টিকটক ভিডিও বানিয়েছেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরার পর তা শুরু হয় আলোচনা-সমালোচনা।

নগরীর টমসমব্রিজ এলাকার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের এমন কাণ্ডে বিব্রত প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের একদল শিক্ষার্থীর তৈরি করা টিকটক ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি শেয়ার করে অনেকেই লিখেছেন, ইবনে তাইমিয়ার এই পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার হয়েছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, ওই পাঁচ শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়নি। তবে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

এই বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহা. শফিকুল আলম হেলাল সংবাদমাধ্যমকে বলেন, আমাদের স্কুলের পাঁচ শিক্ষার্থী ক্লাসে টিকটক ভিডিও তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আমরা এই ঘটনায় শিক্ষার্থীদের বহিষ্কার করিনি। সর্বোচ্চ সতর্ক করেছি।

ওই পাঁচ শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

বিভি/এমএস

মন্তব্য করুন: