• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বিশ্বসেরা গবেষকদের তালিকায় কুবি`র চার শিক্ষক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৬:১৫, ১৪ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
বিশ্বসেরা গবেষকদের তালিকায় কুবি`র চার শিক্ষক

বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স ২০২১- এ স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানসহ আরও চারজন শিক্ষক।

তারা হলেন অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, একই বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. খলিলুর রহমান এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী।

গত ১০ অক্টোবর বিশ্বসেরা গবেষকদের নিয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় বিশ্বের সাত লাখ আট হাজার ৬৭৫ জন গবেষক স্থান পেয়েছেন। এতে মোট ১৭৯৪ জন বাংলাদেশি গবেষকও স্থান পেয়েছেন।

 

বিভি/এমএইচ/রিসি

মন্তব্য করুন: