• NEWS PORTAL

  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ঢাবি’র কলা অনুষদের সহকারী প্রক্টর হলেন ড. সঞ্চিতা গুহ

প্রকাশিত: ১৮:৪০, ২৫ মে ২০২২

ফন্ট সাইজ
ঢাবি’র কলা অনুষদের সহকারী প্রক্টর হলেন ড. সঞ্চিতা গুহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের সহকারী প্রক্টর হলেন অধ্যাপক ড. সঞ্চিতা গুহ। তিনি বিশ্ববিদ্যালয়টির  সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক।

বুধবার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠির কপি ড. সঞ্চিতা কাছে পাঠানো হয়। 

এতে জানানো হয়, উপাচার্য কলা অনুষদের শূন্য সহকারী প্রক্টর পদে প্রচলিত শর্তে কাজে যোগদানের তারিখ থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী প্রক্টর (কলা অনুষদ) হিসেবে ড. সঞ্চিতাকে নিয়োগ দিয়েছেন।  এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। 

সহকারী প্রক্টর হিসেবে যোগদান করে যোগদানপত্র প্রক্টরের মাধ্যমে পাঠানোর জন্যও অনুরোধ করা হয় ওই চিঠিতে।

বিভি/এইচকে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2