• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

টিকটকের নেশায় জীবন দিলো সানজিদা

প্রকাশিত: ১৯:৫৮, ৮ জুলাই ২০২২

ফন্ট সাইজ
টিকটকের নেশায় জীবন দিলো সানজিদা

বয়স ছিল মাত্র ১১ বছর। এতো অল্প সময়ের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন সানজিদা আক্তার (১১)। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া সানজিদা টিকটকে এতোটই আসক্ত ছিলো যে সেই টিকটকের কারণেই পরপারে পাড়ি জমিয়েছে এই কিশোরী।

টিকটক ভিডিও বানাতে গিয়ে গলায় ফাঁস পড়ে মৃত্যু হয়েছে সানজিদার। এমনটিই ধারণা করছে তার পরিবার। বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় নোয়াখালীর খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
 
অসাবধানতাবশত গলায় ফাঁস পড়ে মারা যায় সানজিদা আক্তার (১১) । তার মা কোহিনূর বেগম বলেন, মেয়ের টিকটক ভিডিও বানানোর নেশা ছিল। ওই নেশাই তাকে দুনিয়া থেকে নিয়ে গেলো। ধারণা করছি, আলমারির ওপরে উঠে ওড়না দিয়ে ফাঁসির ভিডিও বানাতে যায়। পরে অসাবধানতাবশত গলায় ফাঁস পড়ে মারা যায় সে। মেয়ের টিকটক ভিডিও বানানোর নেশা ছিল। ওই নেশাই তাকে দুনিয়া থেকে নিয়ে গেলো।

ইউপি সদস্য সাদ্দাম হোসেন বলেন, শুনেছি মেয়েটা কারো বাধা মানতো না। টিকটক ভিডিও করতে গিয়ে অনেকের বকাও খেয়েছে সে। বৃহস্পতিবার বিকেলের পর ঘরের আলমারির ওপর উঠে গলায় ওড়না পেঁচিয়ে ভিডিও করতে গিয়ে ফাঁসিতে ঝুলে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে থানায় মামলা হয়েছে অপমৃত্যুর।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2