• NEWS PORTAL

  • শনিবার, ১৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শিক্ষক-প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: ১৭:০০, ৪ অক্টোবর ২০২২

আপডেট: ১৭:১৫, ৪ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
শিক্ষক-প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা শিক্ষামন্ত্রীর

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোন অনিয়ম ঘটলে এবং ওই অনিয়মে সম্পৃক্ত থাকলে শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এখন দেশে আর প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। যারা প্রশ্ন ফাঁসের চেষ্টা করে কিংবা গুজব ছড়ায়, তাদেরকে বলছি, সেইরকম কিছু ধরা পড়লে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সে শিক্ষক কিংবা প্রতিষ্ঠান যেই হোক।

আরও পড়ুন: বিদ্যুৎ ব্লাক আউট কি, এই সময়ে কী করবেন? 

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ আসিফ মহীউদ্দীন, সহকারী কমিশনার ভূমি হেলাল উদ্দিন চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক।

আসন্ন এইচএসসি পরীক্ষায় সারাদেশে প্রতিটি কেন্দ্রে যেনো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2