ঢাবিতে বগুড়া স্টুডেন্ট এসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বগুড়া স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এই আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি কৃষিবিদ কে এস এম মেস্তাফিজুর রহমান (সিআইপি) এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওমী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে দীর্ঘদিন করোনা মহামারিতে নতুন শিক্ষার্থীদের বরণ বন্ধ থাকায় তিন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: