• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

নকল করতে গিয়ে ধরা, লজ্জায় অঘটন ঘটালো ছাত্রী

প্রকাশিত: ০৯:৩০, ৫ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
নকল করতে গিয়ে ধরা, লজ্জায় অঘটন ঘটালো ছাত্রী

হাতে লিখে আনা নকল দেখে উত্তরপত্রে লেখার সময় পরীক্ষকের কাছে ধরা পড়ে এক ছাত্রী। পরে সে লজ্জায় স্কুল ভবনের তিনতলার বারান্দা থেকে নিচে লাফ দেয়। এ ঘটনা ঘটে লক্ষ্মীপুরে।

রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের মজুপুর এলাকার হাজী আমজাদ আলী পাটওয়ারী ওয়াকফ এস্টেট একাডেমিতে এ ঘটনা ঘটে।

পরে আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, রবিবার সপ্তম শ্রেণির গণিত পরীক্ষা ছিল। অন্য শিক্ষার্থীদের সঙ্গে ওই শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নেয়। সে চারটি অংক হাতে লিখে আনে। এরমধ্যে দুটি পরীক্ষায় আসে। হাতে লিখে আনা অংকগুলো দেখে দেখে খাতায় লিখছিল সে। পরীক্ষক আরিফ হোসেন সেটি দেখে ফেললে তার উত্তরপত্র কেড়ে নেন। বিষয়টি তিনি প্রধান শিক্ষককে জানান। পরে আর পরীক্ষায় বসতে না দেওয়ায় লজ্জায় স্কুল ভবনের তিনতলার বারান্দা থেকে ঝাঁপ দেয় ওই ছাত্রী।

এ বিষয়ে ওই শিক্ষার্থীর বলেন, ‘নকল ধরা পড়ায় পরীক্ষা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সে কারণেই সে বিদ্যালয়ের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।’

জানতে চাইলে পরীক্ষক আরিফ হোসেন বলেন, ‘নকল ধরা পড়ার পর তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। কিন্তু সে হঠাৎ করে বারান্দা থেকে ঝাঁপ দেয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসাইন বলেন, ‘নকল ধরা পড়ার বিষয়টি পরীক্ষক আমাকে জানান। এর কিছুক্ষণ পরই ওই ছাত্রী তিনতলা থেকে লাফ দেয়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি কেউ আমাকে জানাননি। খোঁজ নেওয়া হচ্ছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: