চবির চারুকলার শিক্ষার্থীদের আন্দোলন

বৃহস্পতিবারের মধ্যে শিক্ষকেরা আলোচনায় না বসলে রবিবার (৫ ফেব্রুয়ারি) থেকে অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে ইন্সটিটিউটের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, এর আগে আন্দোলনের ৮২তম দিনে শিক্ষামন্ত্রী এবং জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলন থেকে সরে এসে ৭ দিনের জন্য ক্লাসে ফেরেন শিক্ষার্থীরা। তাদের বেঁধে দেওয়া সময়ে দৃশ্যমান কোনো সমাধান না পাওয়ায় বুধবার থেকে আবার আন্দোলনে যান তারা।
প্রথমদিকে ২২ দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করলেও পরবর্তীতে সে আন্দোলন মূল ক্যাম্পাসে ফিরে যাওয়ার আন্দোলনে রূপ নেয়।
এর আগে ২ নভেম্বর ২২দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এদিন শিক্ষার্থীরা ক্লাস বর্জনকরে ইন্সটিটিউটের সামনে অবস্থান নেয়। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ততারা ক্লাসে ফিরে যাবে না বলে ঘোষণা দেন।
বিভি/এনএ
মন্তব্য করুন: