• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

জাবিতে রমজান উপলক্ষে ছাত্রলীগের ভিন্নধর্মী আয়োজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

প্রকাশিত: ২০:১৬, ২৩ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
জাবিতে রমজান উপলক্ষে ছাত্রলীগের ভিন্নধর্মী আয়োজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

পবিত্র রমজান উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মওলানা ভাসানী হল ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী কুরআন শিক্ষার আয়োজন করা হয়েছে। পুরো রমজান মাসব্যাপী যোহর নামাজের পরে হলের মসজিদে এ কোরআন শিক্ষার ক্লাস অনুষ্ঠিত হবে। 

এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল।

এ বিষয়ে ভাসানী হল ছাত্রলীগ কর্মী নাহিদুল হক বলেন, 'আমরা ছাত্রলীগকর্মী, সেই সাথে আমরা মুসলিমও। গতবছরও আমরা কুরআন শিক্ষার আয়োজন করেছি। এ বছরও আমরা জাবি ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ভাইয়ের নেতৃত্বে মাওলানা ভাসানী হলে মাসব্যাপী কোরআন শিক্ষার আয়োজন করেছি।'

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বাংলাভিশনকে বলেন, 'রমাজান হচ্ছে সিয়াম সাধনার মাস। দিনশেষে আমরা প্রত্যেকে মুসলমান। গতবছরও রমজানে হলে কুরআন শিক্ষার আয়োজন করা হয়েছে। এবারও পবিত্র রমজান মাস উপলক্ষ্যে শিক্ষার্থীদের কুরআন শিক্ষাদানে ভাসানী হল ছাত্রলীগ উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীরা যাতে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে তাই আমাদের কাম্য। সুস্থ জ্ঞান চর্চায় ছাত্রলীগ কাজ করে যাবে। ধর্মের সুশিক্ষা শিক্ষার্থীদের মধ্যে থাকলে সম্প্রতির ভিত্তিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে এ প্রজন্ম ভূমিকা রাখবে বলে আশা করি।'

কোরআন শিক্ষার দায়িত্বে আছেন হাফেজ মোহাম্মদ মনজুরুল ইসলাম। এ বিষয়ে হাফেজ মোহাম্মদ মনজুরুল ইসলাম বলেন, 'কোরআন শিক্ষার আয়োজন খুবই প্রশংসনীয় উদ্যোগ। এরকম আয়োজনের ফলে শিক্ষার্থীরা শুদ্ধভাবে কুরআন চর্চা করতে পারবে। পাশাপাশি ইসলামের জ্ঞান অর্জনে এ ধরনের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ।'

বিভি/টিটি

মন্তব্য করুন: