• NEWS PORTAL

  • সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কথা কাটাকাটির জেরে চবি শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রকাশিত: ১৩:১২, ১ জুন ২০২৩

ফন্ট সাইজ
কথা কাটাকাটির জেরে চবি শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটির নেতা-কর্মীরা।  

বুধবার (৩১ মে) দিনগত রাত ১১ টা থেকে থেমে থেমে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুই উপ-গ্রুপ সিএফসি  ও সিক্সটি নাইনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএফসির নেতাকর্মীরা শাহ আমানত হল ও সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান নিয়ে একে অপর পক্ষকে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করে।

জানা গেছে, শাহ আমানত হলের সামনে ঢাকা হোটেলে খাবার খেতে গিয়ে টেবিলে বসা নিয়ে দুই পক্ষের সিনিয়র-জুনিয়রের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন: