• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তানজিম হাসান সাকিবের স্ট্যাটাস বিতর্ক নিয়ে যা বললেন তারকারা

প্রকাশিত: ২১:২৮, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
তানজিম হাসান সাকিবের স্ট্যাটাস বিতর্ক নিয়ে যা বললেন তারকারা

বেশ কিছুদিন ধরেই ফেসবুকে ভাইরাল ক্রিকেটার তানজিম হাসান সাকিবের পুরনো কিছু পোস্ট। সেই পোস্টে কর্মজীবী নারীদের হেয় করে মন্তব্য করেছেন এই তরুণ ক্রিকেটার, এমটাই দাবি করছেন অনেক নেটিজেন। সেই পোস্ট ঘিরে অন্তর্জালে তুমুল বিতর্ক চলছে। অনেকেই বিসিবি থেকে তাকে বহিষ্কারের দাবিও জানিয়েছেন। আবার অনেক তারকা তার পক্ষে অবস্থান নিয়েছে। 

সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, ‘তানজিম হাসান সাকিব বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়ার। কিন্তু সে এ দেশের জাতীয় সংগীত গাওয়া এবং বিজয় দিবস পালন করাকে ঘৃণা করে। তাহলে সে এ দেশের জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার অধিকার রাখে কি?’

‘এ রকম রাষ্ট্রদ্রোহী খেলোয়াড়ের বিরুদ্ধে বিসিবি দ্রুত সিদ্ধান্ত নেবে আশা রাখি। এই ক্রিকেটার পেশাজীবী নারীদের নিয়ে যে নোংরা মন্তব্য করেছে, একজন কর্মজীবী নারী হিসেবে আমার সক্ষমতা-যোগ্যতা ও স্বাধীনতাকে তা চরমভাবে অপমান করে।’

‘সামাজিক যোগাযোগমাধ্যমে এমন হীন মন্তব্যকারী ক্রিকেটারের আইনগত শাস্তি দাবি করছি আমি। পাশাপাশি দেশের কর্মজীবী নারীদের নিয়ে এমন বিদ্বেষ ছড়ানো খেলোয়াড়কে বাংলাদেশের জাতীয় দল থেকে বহিষ্কার করার দাবি জানাই।’ 

অন্যদিকে জনপ্রিয় অভিনেতা জিউয়াল হল পলাশ তার ফেসবুকে ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের একটি মন্তব্য শেয়ার করে লেখেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়ত তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছে। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যা-সন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারী বিদ্বেষের কথা তো এখানে আসেই না।
সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইলো, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’

পলাশ মিরাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সাকিবের পাশে থাকার জন্য এবং সত্য কথা তুলে ধরার জন্য।’

গায়ক তাসরিফ খান তানজিম হাসান সাকিবকে নিয়ে ট্রল বন্ধ করার জন্য সকলের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে লেখেন, ‘বয়স এবং সময়ের ব্যাবধানে আমাদের চিন্তা চেতনা এবং কথাবার্তা একেক সময় একেক রকমের হয়। একজন মানুষের মতামতের সাথে যে আমার আপনার মতামত মিলতেই হবে এমন কোন কথা নেই। যদি তার কোন মতামত আপনার কাছে ভুলও মনে হয় তবে তাকে পারসোনাল অ্যাটাক অথবা ট্রল না করে বরং সেখান থেকে ভাল দিকগুলো শিক্ষা নিতে সহায়তা করা উচিত।’

বিভি/জোহা

মন্তব্য করুন: