• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

বদরুল আনাম সৌদ নির্মিত ‘ শ্যামা কাব্য’ সিনেমার মুক্তি স্থগিত

প্রকাশিত: ১৯:১৪, ২০ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বদরুল আনাম সৌদ নির্মিত ‘ শ্যামা কাব্য’ সিনেমার মুক্তি স্থগিত

‘ শ্যামা কাব্য’ সিনেমা

বদরুল আনাম সৌদ নির্মিত সরকারি অনুদানের সিনেমা ‘শ্যামা কাব্য’ আগামী ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কথা বিবেচনা করে সিনেমাটির মুক্তি স্থগিত করা হলো।  

২৪ নভেম্বর মুক্তির দিন লক্ষে প্রচারণাও শুরু করে শ্যামা কাব্য টিম। কিন্তু হঠাৎ রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় একটি ভিডিও বার্তার মাধ্যমে নির্মাতা সৌদ সিনেমাটির মুক্তি আপাতত স্থগিত হবার ঘোষণা দিলেন।তিনি জানান, দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কথা বিবেচনা করেই ‘শ্যাম কাব্য’র মুক্তি পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। নতুন মুক্তির তারিখ এখনও ঠিক করেননি।

বদরুল আনাম সৌদ বলেন, ‘হরতাল-অবরোধ চলছে, যদিও মানুষ কাজের প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন। কিন্তু কিছু নাশকতামূলক ঘটনাও ঘটছে। সিনেমাটি মুক্তি দেওয়া হলে আমরা দর্শককে হলে আসতে বলব। কিন্তু নাশকতার কারণে এই মুহূর্তে কাউকে আমরা সিনেমা হলে আসার আহ্বান জানাতে পারছি না। কারণ কোনও প্রাণের দায় বা কারও কোনও ক্ষতির দায় আমরা নিতে পারছি না। তাই আপাতত আমাদের সিনেমাটির মুক্তি স্থগিত করছি।’

গত ৯ নভেম্বর  ‘শ্যামা কাব্য’র ট্রেলার প্রকাশিত হয়েছে।  ট্রেলারটি ইতিমধ্যে প্রশংসিত হয়েছে।সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, সোহেল মণ্ডল, ইন্তেখাব দিনার, নওরিন হাসান খান জেনি, সাজু খাদেম, শাহাদাত হোসেন, এ কে আজাদ সেতু, শুভাশিস ভৌমিক প্রমুখ।

উল্লেখ্য,২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল "শ্যামা কাব্য" ছবিটি। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন বদরুল আনাম সৌদ ও সুবর্ণা মুস্তাফা।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2