সাকিবকে রাজনীতিতে না আসার পরামর্শ মিশা সওদাগরের

সাকিব আল হাসান ও মিশা সওদাগর
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান অনেকদিন আগে থেকেই খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে পদার্পণ করতে মুখিয়ে আছেন। জানা গিয়েছিল, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি অংশ নিতে চেয়েছিলেন। তার সে চাওয়া সেবার পূরণ না হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।
তার এই সিদ্ধান্তে অনেক ভক্ত অবাক হয়েছেন, অনেকে সমালোচনা করেছেন। সাধারণ মানুষের পাশাপাশি জাতীয় দলের অধিনায়কের তিন আসন থেকে মনোনয়ন সংগ্রহ নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছেন অভিনেতা মিশা সওদাগরও।
অভিনেতার ভাষ্যমতে, ক্রিকেট ছেড়ে এখনই রাজনীতিতে আসা উচিত হবে না সাকিবের। তিনি বলেন, সাকিব জানে কোন বল কখন কীভাবে আউট করবে, কোন বলে সিক্স মারতে হয়। ও তো পলিটিক্সের ‘পি’― ও জানে না। ও হঠাৎ পলিটিক্স করবে কেন? সময় আছে তো অনেক। পরে করবে। আগে নিজের খেলোয়াড় জীবন শেষ করুক।
এ প্রসঙ্গে মাশরাফির উদাহরণ টেনে মিশা সওদাগর আরো বলেন, ক্যারিয়ারের একদম শেষদিকে সংসদ নির্বাচনে অংশ নেন মাশরাফি বিন মুর্তজা। আমার মতে, সাকিবেরও তাই করা উচিত। ওকে সবাই ভালোবাসে। ও ১৮ কোটি মানুষের প্রতিনিধি, বিশ্ব ক্রিকেটের প্রতিনিধি। ক্রিকেটের সবচেয়ে বড় সাইনবোর্ড।
সবশেষে এখনই রাজনীতিতে না আসার আহ্বান জানিয়ে সাকিবের উদ্দেশে অভিনেতা মিশা সওদাগর বলেন, এই দেশে অনেক মা-বাবা তার সন্তানকে একজন ক্রিকেটার সাকিব বানাতে চান। রাজনীতিবিদ সাকিব বানাতে চাইবেই না। তাই আপাতত রাজনীতি বাদ দিয়ে ওর ক্রিকেট নিয়ে থাকা উচিত।
বিভি/জোহা
মন্তব্য করুন: