• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পাকিস্তান-ভারত যুদ্ধবিরতির পক্ষে পোস্ট দিয়ে বিপাকে সালমান, অবশেষে ডিলিট!

প্রকাশিত: ২০:৪৩, ১১ মে ২০২৫

আপডেট: ২০:৪৪, ১১ মে ২০২৫

ফন্ট সাইজ
পাকিস্তান-ভারত যুদ্ধবিরতির পক্ষে পোস্ট দিয়ে বিপাকে সালমান, অবশেষে ডিলিট!

জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনা পৌঁছে যায় যুদ্ধ পরিস্থিতিতে। পাল্টাপাল্টি হামলার পর এবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান। এ যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন বলিউডের অনেক তারকা। সেই তালিকায় রয়েছেন ভাইজান সালমান খানও। তবে এ সমর্থন জানানোর পর তোপের মুখে পড়েন সালমান।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করাকে কেন্দ্র করেই বিতর্কে জড়িয়েছেন সালমান খান। নেটিজেনদের সমালোচনার কারণে বাধ্য হয়ে অবশেষে পোস্ট ডিলিট করেন তিনি। পোস্ট দিয়ে ভাইজান লিখেছিলেন, যুদ্ধবিরতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান।

তার এক্স হ্যান্ডেলে করা পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। আর তারপর থেকেই ধেয়ে আসতে শুরু করে কটাক্ষের বন্যা। নেটিজেনরা প্রশ্ন করতে শুরু করেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সময় চুপ ছিলেন কেন?’ আবার কেউ কেউ লিখেছেন, ‘সবে ঘুম ভাঙলো?’ একের পর এক খোঁচায় প্রায় বিরক্ত ভাইজান। তাই কিছুক্ষণের মধ্যে ওই পোস্টটি ডিলিট করে দেন। 

উল্লেখ্য, কাশ্মিরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।

ভারত দাবি করে থাকে, এটি পাকিস্তান-প্রভাবিত “সন্ত্রাসবাদ”। অন্যদিকে পাকিস্তান বলে— এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2