পাকিস্তানে ভারতের হামলার নিন্দা জানালেন হানিয়া আমির

ছবি: সংগৃহীত
ভোররাতে ভারতের সামরিক আক্রমণের পর পাকিস্তানের সেলিব্রিটিরা ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের মতামত প্রকাশ করেছেন ও জাতির প্রতি সংহতি জানিয়েছেন।
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতীয় কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন ও এটি কাপুরুষোচিত আচরণ বলে উল্লেখ করেছেন। তিনি তার পোস্টে লিখেছেন, ‘এখন আমার কাছে কোন দারুণ শব্দ নেই। আমার কাছে শুধু রাগ, কষ্ট ও ভারী মন রয়েছে। একটি শিশু চলে গেছে। পরিবারগুলো বিধ্বস্ত। আর কেন? এটা কারও নিরাপত্তা দেওয়ার উপায় নয়। এটা নিষ্ঠুরতা - সোজা ও সরল।’
হানিয়া আমিরসহ আরও অনেক পাকিস্তানি সেলিব্রিটি তাদের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। পাশাপাশি দেশের জনগণের প্রতি সমর্থন জানিয়েছেন। এদিকে, হামলার পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদের আবহ তৈরি হয়েছে।
বিভি/আইজে
মন্তব্য করুন: