• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অ্যাটলি কুমারের নতুন নায়ক আল্লু অর্জুন

প্রকাশিত: ১৩:৩৭, ২৬ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
অ্যাটলি কুমারের নতুন নায়ক আল্লু অর্জুন

আল্লু-অ্যাটলি জুটি

‘জাওয়ান’র ব্যাপক সাফল্যের পর বেশ নির্ভার সময় পার করছেন নির্মাতা অ্যাটলি কুমার। তাই বলে অলস সময় পার করার মানুষ তিনি নন। সেজন্য এবার পরবর্তী প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন দক্ষিণী জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ইতোপূর্বেই শোনা গিয়েছিল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে নিয়ে পরবর্তী সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন এই পরিচালক। যা নিজেও স্বীকার করেন পরিচালক। এবার শোনা যাচ্ছে, আসছে বছরের অক্টোবর থেকেই আসন্ন ছবিটি নিয়ে শুটিং ফ্লোরে আসবেন আল্লু-অ্যাটলি জুটি।

নতুন এই সিনেমার কাজ প্রসঙ্গে নির্মাতার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই প্রজেক্টটি নিয়ে ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের সঙ্গে আলোচনা অগ্রসরমান। শুধু তাই নয় অভিনেতার সিডিউল মিলিয়ে তারা আগামী অক্টোবরে শুটিং ফ্লোরে নামতে চাইছেন। এখন শুধু অপেক্ষা চূড়ান্ত ঘোষণার।

এর আগে এক সাক্ষাৎকারে অ্যাটলি কুমার নিজের পরবর্তী প্রজেক্ট সম্পর্কে জানিয়েছিলেন, ঈশ্বরের অশেষ কৃপায় সব ঠিক মত আগাচ্ছে। আল্লু অর্জুনের সঙ্গে সিনেমার প্রসঙ্গে কথা হয়েছে এবং তিনি সম্মতি জানিয়েছেন।

ছবির ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গেও অ্যাটলি জানান যে, এবার তিনি আরও বেশি দর্শকের জন্য ছবি বানাতে চান। ‘জাওয়ান’ ভারতের বাহিরে যত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার চেয়েও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান তার পরবর্তী সিনেমা। 

প্রসঙ্গত, নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে শুধু আল্লু অর্জুনের সঙ্গে নয়, বরং সালমান খান ও হৃতিক রোশনের সঙ্গেও কথা বলেছিলেন অ্যাটলি কুমার।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2