মাথা দিয়ে কাচ ভাঙলেন শাহরুখ!

নতুন একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে বলিউড কিং শাহরুখ খানকে। সেখানে আরও আছেন এ আর রহমান, মেরি কম এবং জাসপ্রিত বুমরাহকেও। বিজ্ঞাপনটিতে নতুন এবং পুরানো ফুটেজ দিয়ে বানানো হয়েছে। সেখানে বিভিন্ন ভুবনের তারকাদের ক্যারিয়ারের অতীত ও বর্তমান তুলে ধরা হয়েছে।
জোম্যাটোর নতুন বিজ্ঞাপনে শাহরুখকে একটি ঝাড়বাতির নীচে সিংহাসনে বসে থাকতে দেখা গিয়েছে, আর সেই নতুন ফুটেজ দেখা যাচ্ছে তার আসেপাশে রাখা থাকা টিভি সেটগুলিতে তারই আইকনিক চলচ্চিত্রের দৃশ্যের ঝলক। শুটিংয়ের নেপথ্যের কিছু ফুটেজও বিজ্ঞাপনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিজ্ঞাপনের এক পর্যায়ে শাহরুখ লোহা পাম্প করে নিজের শরীর দেখান। অন্যটিতে তাকে তার কিছু পুরানো চলচ্চিত্রের জন্য নিজের স্টান্ট করতে দেখা যায়, যার মধ্যে রয়েছে তার মাথা দিয়ে কাচে ভেঙে ফেলার দৃশ্য।
শাহরুখের একটি পুরানো সাক্ষাত্কারের ক্লিপে তাকে বলতে দেখা যায়, ‘আপনার মধ্যে ইউনিক কিছু থাকার দরকার নেই। আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে সেটি নিজেই একটি ইউনিক বিষয়’। মন্নতের বাড়ির বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা ভক্তদের উদ্দেশে চুম্বন করার ফুটেজও এই বিজ্ঞাপনে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ক্যাপশনে লেখা হয়েছে, ‘ক্ষুধা আপনাকে এই জায়গায় নিয়ে যেতে পারে’। নতুন বিজ্ঞাপনে শাহরুখের স্টারডম উদযাপিত হতে দেখে ভক্তরা উচ্ছ্বসিত।
এই বিজ্ঞাপনে এ আর রহমান, মেরি কম এবং জাসপ্রিত বুমরাহের ক্যারিয়ারের উত্থান ও খারাপ সময় দেখানো হয়। সেখান থেকে সাফল্যে পৌঁছানোর বিষয়টি তুলে ধরা হয় এই বিজ্ঞাপনে।
বিভি/জোহা
মন্তব্য করুন: